শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এদেশে প্রচুর ফসল ফলে: খাদ্যমন্ত্রী 

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০১  

এদেশে-প্রচুর-ফসল-ফলে-খাদ্যমন্ত্রী 

এদেশে-প্রচুর-ফসল-ফলে-খাদ্যমন্ত্রী 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এদেশে প্রচুর ফসল ফলে, তাই দেশে খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। দেশে খাদ্যের সংকটও হবে না। শেখ হাসিনার উন্নয়নকে কোনভাবে বাধাগ্রস্ত করা যাবে না।

শনিবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের তালতলিতে তাল পিঠা মেলায় তিনি এসব কথা বলেন। নিয়ামতপুর  উপজেলা পরিষদ আয়োজিত এ মেলায় খাদ্যমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

এ সময় সাধন চন্দ্র মজুমদার বলেন, ঐতিহ্য ধরে রাখতে তাল পিঠা মেলা বিশেষ ভূমিকা রাখবে। তাল পিঠা বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। 

খাদ্যমন্ত্রী বলেন, এক সময় এ অঞ্চলে মেয়ের বাড়িতে বাবারা তালের পিঠা নিয়ে যেতেন। তালগাছ কমে যাওয়ায় জামাইয়ের বাড়িতে পিঠা পাঠানোর ঐতিহ্য এক সময় হারিয়ে যেতে লাগল। এছাড়া বজ্রপ্রতিরোধক হওয়ায় তালগাছ লাগানোর সিদ্ধান্ত নিলাম। 

তিনি বলেন, প্রকৃতি ও দেশের জন্য কাজ করেছি। ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার এ সময় ব্যক্ত করেন সাধন চন্দ্র মজুমদার।

নিয়ামতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টেলিভিশন ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এছাড়া নওগাঁর জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক প্রমুখ বক্তব্য দেন।

Provaati
    দৈনিক প্রভাতী